বাংলা - Surah আল-গাশিয়াহ | المكتبة الإسلامية صدقة جارية عن المغفور لهم بإذن الله أحمد سليمان البراك وزوجته وابنائه سليمان ومحمد ويونس وابنته إيمان

,,

اللهم اجعل هذا العمل نافعاً لصاحبه يوم القيامة

ولمن ساهم وساعد بنشره

,,

Surah আল-গাশিয়াহ

বাংলা

Surah আল-গাশিয়াহ - Aya count 19
Facebook Twitter Google+ Pinterest Reddit StumbleUpon Linkedin Tumblr Google Bookmarks Email
سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى ( 1 ) আল-গাশিয়াহ - Aya 1
আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা বর্ণনা করুন
الَّذِي خَلَقَ فَسَوَّىٰ ( 2 ) আল-গাশিয়াহ - Aya 2
যিনি সৃষ্টি করেছেন ও সুবিন্যস্ত করেছেন।
وَالَّذِي قَدَّرَ فَهَدَىٰ ( 3 ) আল-গাশিয়াহ - Aya 3
এবং যিনি সুপরিমিত করেছেন ও পথ প্রদর্শন করেছেন
وَالَّذِي أَخْرَجَ الْمَرْعَىٰ ( 4 ) আল-গাশিয়াহ - Aya 4
এবং যিনি তৃণাদি উৎপন্ন করেছেন,
فَجَعَلَهُ غُثَاءً أَحْوَىٰ ( 5 ) আল-গাশিয়াহ - Aya 5
অতঃপর করেছেন তাকে কাল আবর্জনা।
سَنُقْرِئُكَ فَلَا تَنسَىٰ ( 6 ) আল-গাশিয়াহ - Aya 6
আমি আপনাকে পাঠ করাতে থাকব, ফলে আপনি বিস্মৃত হবেন না
إِلَّا مَا شَاءَ اللَّهُ ۚ إِنَّهُ يَعْلَمُ الْجَهْرَ وَمَا يَخْفَىٰ ( 7 ) আল-গাশিয়াহ - Aya 7
আল্লাহ যা ইচ্ছা করেন তা ব্যতীত। নিশ্চয় তিনি জানেন প্রকাশ্য ও গোপন বিষয়।
وَنُيَسِّرُكَ لِلْيُسْرَىٰ ( 8 ) আল-গাশিয়াহ - Aya 8
আমি আপনার জন্যে সহজ শরীয়ত সহজতর করে দেবো।
فَذَكِّرْ إِن نَّفَعَتِ الذِّكْرَىٰ ( 9 ) আল-গাশিয়াহ - Aya 9
উপদেশ ফলপ্রসূ হলে উপদেশ দান করুন,
سَيَذَّكَّرُ مَن يَخْشَىٰ ( 10 ) আল-গাশিয়াহ - Aya 10
যে ভয় করে, সে উপদেশ গ্রহণ করবে,
وَيَتَجَنَّبُهَا الْأَشْقَى ( 11 ) আল-গাশিয়াহ - Aya 11
আর যে, হতভাগা, সে তা উপেক্ষা করবে,
الَّذِي يَصْلَى النَّارَ الْكُبْرَىٰ ( 12 ) আল-গাশিয়াহ - Aya 12
সে মহা-অগ্নিতে প্রবেশ করবে।
ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيَىٰ ( 13 ) আল-গাশিয়াহ - Aya 13
অতঃপর সেখানে সে মরবেও না, জীবিতও থাকবে না।
قَدْ أَفْلَحَ مَن تَزَكَّىٰ ( 14 ) আল-গাশিয়াহ - Aya 14
নিশ্চয় সাফল্য লাভ করবে সে, যে শুদ্ধ হয়
وَذَكَرَ اسْمَ رَبِّهِ فَصَلَّىٰ ( 15 ) আল-গাশিয়াহ - Aya 15
এবং তার পালনকর্তার নাম স্মরণ করে, অতঃপর নামায আদায় করে।
بَلْ تُؤْثِرُونَ الْحَيَاةَ الدُّنْيَا ( 16 ) আল-গাশিয়াহ - Aya 16
বস্তুতঃ তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দাও,
وَالْآخِرَةُ خَيْرٌ وَأَبْقَىٰ ( 17 ) আল-গাশিয়াহ - Aya 17
অথচ পরকালের জীবন উৎকৃষ্ট ও স্থায়ী।
إِنَّ هَٰذَا لَفِي الصُّحُفِ الْأُولَىٰ ( 18 ) আল-গাশিয়াহ - Aya 18
এটা লিখিত রয়েছে পূর্ববতী কিতাবসমূহে;
صُحُفِ إِبْرَاهِيمَ وَمُوسَىٰ ( 19 ) আল-গাশিয়াহ - Aya 19
ইব্রাহীম ও মূসার কিতাবসমূহে।
Facebook Twitter Google+ Pinterest Reddit StumbleUpon Linkedin Tumblr Google Bookmarks Email

Select language

Select surah